যে কোন অডিও রেকর্ডিং করে নিতে ক্লিক করুন

পীরপুর সাহানাপাড়া ইসলামী জালসা ও দোয়া মাহফিল

পীরপুর সাহানাপাড়া ইসলামী জালসা ও দোয়া মাহফিল



নিচে থেকে অডিও রেকর্ডিং গুলো ডাউনলোড করুন

আজ ও আগামীকাল বাদ দিয়ে

 অর্থাৎ আগামীকাল

 অর্থাৎ আজ।







বিসমিল্লাহির রহমানির রহিম 

পীরপুর সাহানাপাড়া শাহ্ গরীবুল্লাহ্ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নকল্পে-

১ দিন ব্যাপী

ইসলামী জালসা ও দোয়া মাহফিল


১৩তম বার্ষিকী


তারিখ ঃ ২৫ ফেব্রু: ২০২৪ইং ১২ ফাল্গুন ১৪৩০বাং

সময় :

বাদ আসর হইতে

রোজ ঃ রবিবার স্থান : পীরপুর ফুটবল মাঠ নাচোল, চাঁপাইনবাবগঞ্জ ।

বক্তাগণের নাম :

প্রধান বক্তা : মাওঃ মোঃ রেজাউল করিম ফারুকী

এম.এ (কামিল), ফার্স্ট ক্লাস, বি.এ (অনার্স), এম.এ, ইসলামী আলোচক, বিটিভি, এশিয়ান টিভি ও আরটিভি, ঢাকা ।


দ্বিতীয় বক্তা : মাওলানা মোঃ আসাদুজ্জামান (চাঁদপুরী)

বি.এ (অনার্স), আরবি এম.এ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কামিল (তাফসীর ও দাওরায়ে হাদীস)

সভাপতি :

আলহাজ্ব মকবুল হোসেন বীরজোয়ান ।

 মর্তুজা মাহতাব উদ্দিন আহমেদ মাষ্টার আরমাননগর ।

মোঃ লতিফুর রহমান ঢাকা ।


 সহ-সভাপতি ঃ

মোঃ আমিনুল ইসলাম প্রদর্শক, আইসিটি, নাচোল সরকারি কলেজ । 

আলহাজ্ব তহির উদ্দিন সাধা: সম্পাদক, ৭নং ওয়ার্ড আ:লীগ, নাচোল ইউনিয়ন ।

মোঃ মতিউর রহমান পীরপুর ।

আলহাজ্ব হাফিজুল ইসলাঘাহানাপাড়া ।

মোঃ ইলিয়াস আলী পীরপুর ।

মোঃ জাহেদুল ইসলাম নিয়ামতপুর ।

মাওঃ মোঃ হুমায়ুন কবির সাহানাপাড়া ।

মোঃ রোমান আলী স্বর্ণকার নিয়ামতপুর ।


প্রধান অতিথি ঃ

জনাব মু. জিয়াউর রহমান মাননীয় সংসদ সদস্য ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ ।


বিশেষ অতিথি :

মোহাঃ আব্দুল কাদের চেয়ারম্যান, নাচোল উপজেলা পরিষদ ।

মোঃ আবুল হোসেন মুহরী সভাপতি, নাচোল উপজেলা আ:লীগ ।

মোঃ মশিউর রহমান (বাবু) ভাইস-চেয়ারম্যান, নাচোল উপজেলা পরিষদ । 

মোসাঃ জান্নাতুন নাঈম (মুন্নী) মহিলা ভাইস-চেয়ারম্যান, নাচোল উপজেলা পরিষদ 

মোঃ কাবুল হোসেন যুগ্ম সম্পাদক, নাচোল উপজেলা আ:লীগ । 

মোঃ গোলাম মোস্তফা সভাপতি, নাচোল ইউনিয়ন আঃলীগ ।

মোঃ সফিকুল ইসলাম চেয়ারম্যান, নাচোল ইউ.পি ।

মোঃ আব্দুস ছালাম সাবেক চেয়ারম্যান, নাচোল ইউ.পি ।

মোসাঃ নাজিরা বেগম সদস্যা, নাচোল ইউ.পি । 

মোঃ কাওসার মাহমুদ সভাপতি, ৭নং ওয়ার্ড আ:লীগ, নাচোল ইউনিয়ন 

মোঃ কামাল হোসেন আইন বিষয়ক সম্পাদক, আঃলীগ, নাচোল উপজেলা শাখা। 

মোঃ এরশাদ আলী সদস্য, নাচোল ইউ.পি । 

আলহাজ্ব নবী উদ্দিন সাহানাপাড়া ।

মোঃ মাজেদ আলী বিশিষ্ট ব্যবসায়ী, সাহানাপাড়া । 

মোঃ নাসির উদ্দীন সাহানাপাড়া ।

মোঃ বাবুল আখতার ফার্মেসী, পীরপুর ।

মোঃ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী, সাহানাপাড়া । 

মোঃ সোহেল রানা বিশিষ্ট ব্যবসায়ী, পীরপুর । 

মোঃ আইনাল হক বিশিষ্ট ব্যবসায়ী, সাহানাপাড়া । 

মোঃ কামরুজ্জামান বিশিষ্ট ব্যবসায়ী, সাহানাপাড়া ।

মোঃ সাপির আলী সাহানাপাড়া ।

মোঃ আবুল হোসেন মুহরী সাহানাপাড়া ।

মোঃ আনারুল ইসলাম সাহানাপাড়া । 

মোঃ এনামুল হক পীরপুর । 

মোঃ আনসারুল ইসলাম পীরপুর । 

মোঃ মাহবুব আলম বিশিষ্ট ব্যবসায়ী, পীরপুর ।

 

উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে অশেষ সওয়াব হাসিল করুন।


বি:দ্র:- মাদরাসার ১ জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হবে ।


মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসার সু-ব্যবস্থা রহিয়াছে।


ক্যানভাস রেকর্ডিং সাউন্ড রেকর্ডিং সাউন্ড ডিজাইন

মা কম্পিউটার অ্যান্ড অডিভিজাল সেন্টার খড়িবাড়ি বাজার  মোবাইল ০১৭৯৫৯১০৩৪৪.

এখানে স্বল্প মূল্যে সব ধরনের সাউন্ড রেকর্ডিং ক্যানভাস রেকর্ডিং এবং মাই কেনে রেকর্ডিং করা হয় ।



মূদ্রণে ঃ মুক্তি প্রেস, আরমাননগর, নিয়ামতপুর । মুঠোফোন ঃ ০১৭১৭-৮৫৩৫২৮ (জামান)


আহ্বায়ক

মাদ্রাসা কমিটি